বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন বুঝে পেলেন ডাঃ কামরুল হাসান

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় নতুন ওপিডি ভবন,পুরাতন হাসপাতাল ভবনের নবরুপায়ন, ডক্টর,নার্স ও স্টাফদের জন্য নতুন ডরমিটরির ভবন কাজ সমাপ্তকরণের পর আজ ১৮ জানুয়ারি বুধবার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডকুমেন্ট সহ ভবন হস্তান্তর ও বুঝে নেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।

জানা যায় গত ০৬ অক্টোবর ২০২১ ইং বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণের পাশাপাশি, নতুন ভবনের কাজ সঠিকভাবে বুঝে নেয়ার পাশাপাশি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেন। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির পাশাপাশি সৌন্দর্য বর্ধনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য কুমিল্লা ০৮ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন এর আন্তরিক প্রচেষ্টায় ৩১ শয্যা স্বাস্হ্য কমপ্লেক্স থেকে ৫০ শয্যায় উন্নীত করতে উদ্যেগ নেয় সরকার,প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারনে কাজ বন্ধ থাকায় পিছিয়ে পড়ে প্রকল্পটি, তখন মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের মধ্যে শেষ করার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রনালয়।প্রায় ১৬ কোটি টাকার অধিক প্রকল্পের কাজ ছিল,কাজটি সমাপ্ত হয়েছে,এখন উদ্বোধনের অপেক্ষায় থাকছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page