চৌদ্দগ্রামের আলকরা-লাটিমি সড়ক পূণ-সংস্কারে জনমনে স্বস্তি, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান

মনোয়ার হোসেনঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের আলকরা বাজার থেকে লাটিমি রাস্তার মাথা পর্যন্ত সড়কে কার্পেটিং বসানোর মধ্য দিয়ে ওই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে আলকরা ইউনিয়নের প্রতিটি জায়গা। ব্যস্ততম এ সড়কে পিচ্ ঢালাই চলাকালে পথচারী, চালকসহ সাধারণ মানুষের মনে খুশির আমেজ বিরাজ করছে।

জানা গেছে, নানা চড়াই উৎরাই পেরিয়ে অনেকদিন যাবৎ অবহেলিত এ সড়কটিতে অবশেষে কার্পেটিং করা হচ্ছে। এর আগে সরকারি টেন্ডারের মাধ্যমে এ সড়কের কাজ শুরু হলেও অর্ধেক কাজ শেষ করার পর বিভিন্ন কারণে সড়কের উন্নয়ন কাজ স্থগিত হয়ে যায়। এতে সমস্যায় পড়ে স্থানীয় সাধারণ মানুষ। ইটের খোয়া ফেলে কোনো মতে রোলার দিয়ে সমান করে তৎকালীন ঠিকাদার কাজ বন্ধ রাখেন। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি’র সার্বিক দিকনির্দেশনায় আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়ার সহযোগিতায় ইউনিয়নবাসীর ইচ্ছে পূরণে সড়কটি নতুন করে কার্পেটিং করা হচ্ছে। এতে ওই এলাকার শিক্ষার্থী, পথচারী, চালকসহ সাধারণ মানুষ বেশ আনন্দিত ও উৎফুল্ল। ব্যস্ততম এ সড়কটি মেরামত করায় চলাচলে বেশ সুবিধা হবে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের। এজন্য স্থানীয়রা সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ বিষয়ে আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় আলকরাবাসী অত্যন্ত খুশি। ম্যাকাডম হওয়ার পরে কাজ বন্ধ থাকায় দীর্ঘদিন যাবৎ এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ অনেক কষ্ট পেয়েছে। প্রিয় নেতা মুজিব ভাইয়ের নির্দেশনায় ঠিকাদার নয়ন পাটোয়ারীর মাধ্যমে সড়কের কার্পেটিং কাজ শেষ হচ্ছে। এতে সাধারণ মানুষ বেশ উপকৃত হবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page