আগুনে পুড়লো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যে অবস্থিত টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যবর্তী জায়গা এবং দুই হল সংলগ্ন টিলায় আগুন জ্বলছে। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের স্টাফদের সাথে মিলে আগুন নিভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়।

সদর দক্ষিন থানার চিউড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, আমরা এসে দেখি আগুন প্রায় নিভে গেছে। এই সিজনে আগুন লাগার ঘটনা বেশি ঘটে থাকে। কেউ বিড়ি-সিগারেট খেয়ে ফেলেছে সেখান থেকে আগুন লাগতে পারে অথবা ময়লা পুড়ানোর জন্য কেউ আগুন দিয়েছে।

আগুন লাগার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লেগেছে শুনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি এখানে এসে উপস্থিত হই এবং আমরা নিজেরা আগুন নিভানোর চেষ্টা করি। কে বা কারা আগুন লাগিয়েছ তা আমরা খোঁজ নিবো এবং এর যথাপযুক্ত ব্যবস্থা নিবো।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page