০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে গাঁজাসহ বাবা-ছেলে আটক মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি- সুমনা, সাধারণ সম্পাদক- আকাইদ বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লায় মার্চ মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৬৫ জন গ্রেপ্তার

  • তারিখ : ১১:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • 2

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত মাসে অস্ত্র, মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলায় ২৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২৮টি চোরাই ও অবৈধ মোটরসাইকেল, প্রাইভেট কার, অস্ত্র, মাদক, ভারতীয় মালামালসহ বিভিন্ন পণ্য। আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মার্চ মাসে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮২২ কেজি গাঁজা জব্দ করা হয়। ফেনসিডিল ৩ হাজার ১১৮ বোতল, ইয়াবা ২৭ হাজার ৯৫ এবং ১২৮ বোতল অন্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ২২১টি মামলায় ২৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তিনটি অস্ত্র মামলায় তিনজনকে গ্রেপ্তারসহ একটি দোনলা পিস্তল, একটি পাইপগান, দুটি কার্তুজ, দুটি গুলি ও সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৯টি চোরাচালান মামলায় ১০ জন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ১৪১টি ভারতীয় শাড়ি-থ্রিপিস, ১৮০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২০ প্যাকেট সিগারেট, বিপুল পরিমাণ আতশবাজি ও বিভিন্ন স্টেশনারি সামগ্রীসহ দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। চোরাচালানকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বিশেষ অভিযানের মাধ্যমে ২৮টি চোরাই ও অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় মার্চ মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৬৫ জন গ্রেপ্তার

তারিখ : ১১:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত মাসে অস্ত্র, মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলায় ২৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২৮টি চোরাই ও অবৈধ মোটরসাইকেল, প্রাইভেট কার, অস্ত্র, মাদক, ভারতীয় মালামালসহ বিভিন্ন পণ্য। আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মার্চ মাসে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮২২ কেজি গাঁজা জব্দ করা হয়। ফেনসিডিল ৩ হাজার ১১৮ বোতল, ইয়াবা ২৭ হাজার ৯৫ এবং ১২৮ বোতল অন্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ২২১টি মামলায় ২৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তিনটি অস্ত্র মামলায় তিনজনকে গ্রেপ্তারসহ একটি দোনলা পিস্তল, একটি পাইপগান, দুটি কার্তুজ, দুটি গুলি ও সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৯টি চোরাচালান মামলায় ১০ জন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ১৪১টি ভারতীয় শাড়ি-থ্রিপিস, ১৮০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২০ প্যাকেট সিগারেট, বিপুল পরিমাণ আতশবাজি ও বিভিন্ন স্টেশনারি সামগ্রীসহ দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। চোরাচালানকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বিশেষ অভিযানের মাধ্যমে ২৮টি চোরাই ও অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।