০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায় মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ বুড়িচংয়ে প্রয়াত আইনজীবী সোহাগের মৃত্যুবার্ষিকীকে গাছের চারা বিতরণ কুবিতে “লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম ভার্সেস রিয়েলিটি” বিষয়ক ওয়ার্কশপ মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • তারিখ : ০৭:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • 2

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। রোববার সরেজমিন পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন্দকরা গ্রামের মুন্সিবাড়ির প্রবাসী শাহিন উদ্দিনের সেমি পাকা বসতঘরে শুক্রবার ভোর ৬টায় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা, আলমারি, টিভি, ফ্রিজসহ ২০ লক্ষাধিক টাকা মূল্যের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে পাশের ঘরগুলোকে রক্ষা করে।

ভুুক্তভোগী প্রবাসী শাহিন উদ্দিন বলেন, ‘একই ঘরে আমরা দুই ভাইয়ের পরিবার বসবাস করতো। শুক্রবার ভোরে আগুন লেগে দুই পরিবারের সব মালামালসহ ঘর পুড়ে যায়। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি বাড়ির বাইরে থাকায় আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না’।

একই বাড়ির বাসিন্দা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা বলেন, ‘ভোর রাতে আমরা সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়ি। পাশের বাড়ির একজন ডাকাডাকি করলে আমরা জানতে পারি আমার দেবরের ঘরে আগুন লেগে পুড়ে ঘর ছাই হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না’।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করি’।

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

তারিখ : ০৭:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। রোববার সরেজমিন পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন্দকরা গ্রামের মুন্সিবাড়ির প্রবাসী শাহিন উদ্দিনের সেমি পাকা বসতঘরে শুক্রবার ভোর ৬টায় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা, আলমারি, টিভি, ফ্রিজসহ ২০ লক্ষাধিক টাকা মূল্যের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে পাশের ঘরগুলোকে রক্ষা করে।

ভুুক্তভোগী প্রবাসী শাহিন উদ্দিন বলেন, ‘একই ঘরে আমরা দুই ভাইয়ের পরিবার বসবাস করতো। শুক্রবার ভোরে আগুন লেগে দুই পরিবারের সব মালামালসহ ঘর পুড়ে যায়। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি বাড়ির বাইরে থাকায় আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না’।

একই বাড়ির বাসিন্দা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা বলেন, ‘ভোর রাতে আমরা সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়ি। পাশের বাড়ির একজন ডাকাডাকি করলে আমরা জানতে পারি আমার দেবরের ঘরে আগুন লেগে পুড়ে ঘর ছাই হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না’।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করি’।