
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্বে বন্ধু’র সভাপতি আবদুল্লাহিল মারুফের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বন্ধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আমি ছাত্র জীবনে বাঁধনের সাথে জড়িত ছিলাম। আজকের বন্ধু’র আয়োজন খুবই স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গতিময়। আশাকরি সংগঠন ‘বন্ধু’ তাদের কাজের মাধ্যমে এই গতি ধরে রাখবে। বন্ধু তাদের কাজের মাধ্যমে মানবতাকে বাচিঁয়ে রাখবে
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র উপদেষ্টা ড. মোহা: হাবিবুর রহমান, বন্ধু’র মডারেটর সহযোগী অধ্যাপক সাইদুল আল -আমীন,অধ্যাপক ড. মো:শামিমুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো: আবুল হায়াত, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বন্ধু’র সক্রিয় সদস্য।