০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার নগরীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা-অস্ত্র-নগদ টাকা উদ্ধার যতই ষড়যন্ত্র করেন না কেন ফেব্রুয়ারীতে নির্বাচন হবেই: ড. খন্দকার মারুফ হোসেন ডাকসু নির্বাচনে ভিপি, সম্পাদক ও সদস্য পদে লড়ছেন দাউদকান্দির চার শিক্ষার্থী কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ কুমিল্লায় হাসপাতাল থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে হত্যা ডাকসু বানচালের ষড়যন্ত্র-নারী হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় ছাত্রশিবিরের মিছিল নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় গণঅধিকার পরিষদের মিছিল যারা পিআর ছাড়া নির্বাচন চায় না তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে- মো. আবুল কালাম চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমিল্লায় হাসপাতাল থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ১১:০০:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 1225

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর সদর হাসপাতাল এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের এরশাদ মিয়ার ছেলে কাইয়ুম (৩০) এবং একই থানার সুজানগর গ্রামের খোকন মিয়ার ছেলে বিপ্লব (২৫)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব-১১ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বহুদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

র‌্যাব আরও জানায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রায়ই মাদক প্রবেশের চেষ্টা হয়। এসব মাদক পরে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মাদকের মতো সামাজিক ব্যাধি দমনে র‌্যাব-১১ নিয়মিত অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় চালান আটক করা হয়েছে।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, “মাদক শুধু সমাজ নয়, পুরো জাতির জন্যই একটি ভয়ংকর ব্যাধি। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে এ ব্যাধিকে শেকড় থেকে নির্মূল করতে হবে। র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানিয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় হাসপাতাল থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ১১:০০:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর সদর হাসপাতাল এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের এরশাদ মিয়ার ছেলে কাইয়ুম (৩০) এবং একই থানার সুজানগর গ্রামের খোকন মিয়ার ছেলে বিপ্লব (২৫)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

র‌্যাব-১১ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বহুদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

র‌্যাব আরও জানায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রায়ই মাদক প্রবেশের চেষ্টা হয়। এসব মাদক পরে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মাদকের মতো সামাজিক ব্যাধি দমনে র‌্যাব-১১ নিয়মিত অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় চালান আটক করা হয়েছে।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, “মাদক শুধু সমাজ নয়, পুরো জাতির জন্যই একটি ভয়ংকর ব্যাধি। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে এ ব্যাধিকে শেকড় থেকে নির্মূল করতে হবে। র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানিয়েছে।