
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ ৫ জন, ন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করায় ৪ জন ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ১৩ জন গ্রেপ্তার করেছে।
বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। আটককৃতরা হলো; গাঁজাসহ ঢাকার কেরানীগঞ্জ থানার বৈউতা গ্রামের দুলাল মিয়ার ছেলে জয়নাল আবদীন, মৃত আক্কাছ আলীর ছেলে নুরুজ্জামান, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছোয়ারা ধনপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে সুমন, চৌদ্দগ্রামের চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামের নুরু মিয়ার ছেলে মোঃ নাছির, পৌর এলাকার লক্ষীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে শাহাদাত, ওয়ারেন্টভুক্ত গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী হনুফা বেগম, শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের হারুনুর রশীদের ছেলে শামিম, জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জামাল, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শাহজাহান মজুমদারের ছেলে জামসেদ মজুমদার, সন্দেহজনক অবস্থায় পিরোজপুর সদরের পোরগোলা গ্রামের শ্রী বীরেন্দ্রনাথ শীলের ছেলে শ্রী রতন কুমার শীল, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাদা মঞ্জু প্রমাণিকের আলী আক্কাস প্রমাণিক, শাহজাদপুর থানার বর্ণিয়া গ্রামের বক্কর মোল্লার ছেলে জামাল ও পাবনার ভেড়া থানার জোড়দাহ গ্রামের আয়নাল শেখের ছেলে আলামিন শেখ।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ও নুরুজ্জামানকে আটক করে। একই সময়ে উপ-পরিদর্শক লিটন চাকমার নেতৃত্বে অপর একটি টিম পাশ^বর্তী ঘাসিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ নাছির ও সুমন আটক করে।
অপরদিকে উপ-পরিদর্শক কাইয়ুমের নেতৃত্বে একটি টিম লক্ষীপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ শাহাদাতকে আটক করে। এছাড়া পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী হনুফা বেগম, শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের হারুনুর রশীদের ছেলে শামিম, জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জামাল, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শাহজাহান মজুমদারের ছেলে জামসেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরার করার সময় পিরোজপুর সদরের পোরগোলা গ্রামের শ্রী বীরেন্দ্রনাথ শীলের ছেলে শ্রী রতন কুমার শীল, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাদা মঞ্জু প্রমাণিকের আলী আক্কাস প্রমাণিক, শাহজাদপুর থানার বর্ণিয়া গ্রামের বক্কর মোল্লার ছেলে জামাল, পাবনার ভেড়া থানার জোড়দাহ গ্রামের আয়নাল শেখের ছেলে আলামিন শেখকেও আটক করে থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বুধবার বিকেলে আটককৃতদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে’।











