
ইতালি থেকে সরকার মোখলেছুর রহমান।।
ইতালির ভেনিসে গণমাধ্যমকর্মীদের আয়োজনে স্থানীয় কমিউনিটির লোকজনের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজের হলরুমে সময় টিভির মাকসুদ রহমানের সভাপতিত্বে আরটিভি ইতালি প্রতিনিধি আসলাম উজ্জামানের পরিচালনায় এই ইফতার মাহফিল হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন এটিএন বাংলার ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন। দৈনিক আমাদের নতুন সময়ে সরকার মোখলেছুর রহমান।
আরও বক্তব্য দেন এনটিভির ভেনিস প্রতিনিধি প্রিন্স হাওলাদার, আইওনটিভির ভেনিস প্রতিনিধি সজীব আল হোসাইন ও মোখলেসুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোবারক হোসেন। ইফতারের আগে মোনাজাত করেন বিল্লাল হোসাইন। ইফতার মাহফিলে আগত কমিউনিটির নেতৃবৃন্দদের সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং কমিউনিটির স্বার্থরক্ষা করে প্রবাসে বাংলাদেশিদের সম্মান অক্ষুন্ন রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

উপস্থিত কমিউনিটির ব্যক্তিরা সংবাদ প্রচারে গুণগত মান, কমিউনিটির সত্য মিথ্যা যাচাই করে তত্ত্বনির্ভর সংবাদ পরিবেশন এবং প্রবাসীদের সুখ-দুঃখসহ নানা ঘটনা বিশ্ববাসীকে তুলে ধরতে সংবাদকর্মীদের অগ্রণী ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালী, প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল বারী, রফিক ছৈয়াল, বিল্লাল হাসাইন, ভেনিস আওয়ামী লীগের সদস্য সচিব মোস্তাক আহমেদ, ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী, আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতির সভাপতি তাজুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কুমিল্লা জেলা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি মোবারক হোসেন, মোহনা টিভির ইতালি প্রতিনিধি আক্তার বেপারী।

আরও ছিলেন- এশিয়ান টিভির ইতালি প্রতিনিধি মেসবাহ উদ্দিন, ভেনিস আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মোক্তার মোল্লা, ডালিম মাহমুদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, যুবদলের সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কবির মাহমুদ, শাইখ আহমেদ, ঢাকা দোহার ঐক্য পরিষদের সাবেক উপদেষ্টা যাওয়ার মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইলিয়াস মিয়া, জিল্লাল মিয়া, ফয়সাল আহমেদ, মাসুদ রানা, তৌফিকুজ্জামান, কবির আহমেদ, লিটন মল্লিক, দাদন মোল্লা, হাকিম শেখ ফারুখ শেখ, আরিফ মোড়ল, সেলিম আহমেদ, সুমন সরকার প্রমুখ।
শেষে ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য সাংবাদিক পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
















