নিউজ ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় মো. লেদু মিয়া নামের (৪০) এক রিকশা চালক নিহত হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসেন। তিনি বলেন, ‘গাড়ি চাপায় এক রিকশা চালকের মৃত্যুর সংবাদ পেয়েছি। একজন অফিসারকে নিহতের বাড়িতে পাঠানো হয়েছে।’
স্থানীয় সূত্র জানায়, লেদু মিয়া পেশায় রিকশা চালক। আজ রোববার বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে আত্মীয়স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যায়। নিহতের বাড়ি উপজেলার বাতিসা ইউনিয়নের দেবিপুর গ্রামে।