বুড়িচং প্রতিনিধি।।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য এবং বিভিন্ন সামাজিক কাজ করার জন্য দৈনিক নয়াদিগন্তের বুড়িচং উপজেলা সংবাদদাতা এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কবি কাজী খোরশেদ আলম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের গুণিজন সম্মাননা পেয়েছেন।
১৯ এপ্রিল বুধবার সকাল ১১ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি ও গুণিজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসালমের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলোজির সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কবি কাজী খোরশেদ আলম, মোঃ মামুন মিয়া মেম্বার, হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্স ও এতিম খানার সুপার জাকারিয়া খান সৌরভ, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, বুড়িচং মডেল একাডেমীট সহকারী শিক্ষক এম তাজুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন হরিপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রতন, এনামুল হক শান্ত, একরামুল হক লিটন, অহিদুর রহমান মাস্টার প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page