কাজী খোরশেদ আলম।।
ঈদকে আনন্দময় ও উৎসব মুখর করার জন্য কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা প্রান কেন্দ্রে অবস্থিত হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্স ও এতিমখানার ছাত্রদের মাঝে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নতুন পাঞ্জাবী ও পায়জামা প্রদান করা হয়েছে।
এতিম ছাত্রদের হাতে পাঞ্জাবী ও পায়জামা বিতরণ করেন হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্স ও এতিমখানার সেক্রেটারি সহাকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া খান, সদস্য আবুল খায়ের, মোঃ তাজুল ইসলাম, মাওলানা ক্বারী হাবিবুল্লাহ, হাফেজ মোঃ রাসেল, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।