০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

কুমিল্লায় ইউএনও’র বদলি ঠেকাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ধশত মুক্তিযোদ্ধা

  • তারিখ : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • 42

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার বদলির আবেদন প্রত্যাহার চেয়ে স্মারকলিপি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২৩ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। এ সময় উপজেলার অর্ধশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, ইউএনও সোহেল রানা ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে যোগদানের পর উপজেলার চেহারা পাল্টে গেছে। সিদলাইতে ১০০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ ও দ্বন্দ্ব নিরসন করেছেন। দুই পক্ষের মধ্যে করে দিয়েছেন শান্তি চুক্তি। এখন আর সংঘর্ষ ও খুন হয় না। জেলার শীর্ষ মাদক জোন ছিল ব্রাহ্মণপাড়া। তার তৎপরতায় মাদকের ভয়াবহতা কমে গেছে। মাত্র ১৭ মাস কর্মসময়ে ইউএনও উপজেলার স্কুল কলেজে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছেন। এই মানুষটা যদি এখন চলে যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত হবো। আমরা চাই আরও কিছু দিন তিনি আমাদের মাঝে থাকুক।

বীর মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া বলেন, তাকে কেন এত তাড়াতাড়ি বদলি করলো বুঝি না। আজ তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করছে বলেই বদলি করা হচ্ছে। এটা অন্যায়। আমরা প্রয়োজনে বিভাগীয় কমিশনারের কাছে যাবো। আমরা এই বদলির আদেশ প্রত্যাহার চাই।

সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা উসমান গনি বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন ইউএনও সোহেল রানা সেভাবেই আমাদের উপজেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার এত সুন্দর কর্মপরিকল্পনা বাস্তবায়নের আগেই বদলির আদেশটা আমাদের মন ভেঙে দিয়েছে।

এদিকে স্মারকলিপি গ্রহণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, সোহেল রানা ইউএনও হিসেবে বেশ ভালো করেছে। তার অনেক সুনাম আছে। বদলি যেন প্রত্যাহার করা হয় সে জন্য ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি প্রদান করেছেন। আমরা বিষয়টি বিভাগীয় কমিশনার স্যারকে জানাবো। কারণ বদলি বিভাগীয় অফিস থেকে হয়।

error: Content is protected !!

কুমিল্লায় ইউএনও’র বদলি ঠেকাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ধশত মুক্তিযোদ্ধা

তারিখ : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার বদলির আবেদন প্রত্যাহার চেয়ে স্মারকলিপি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২৩ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। এ সময় উপজেলার অর্ধশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, ইউএনও সোহেল রানা ব্রাহ্মণপাড়ার ইউএনও হিসেবে যোগদানের পর উপজেলার চেহারা পাল্টে গেছে। সিদলাইতে ১০০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ ও দ্বন্দ্ব নিরসন করেছেন। দুই পক্ষের মধ্যে করে দিয়েছেন শান্তি চুক্তি। এখন আর সংঘর্ষ ও খুন হয় না। জেলার শীর্ষ মাদক জোন ছিল ব্রাহ্মণপাড়া। তার তৎপরতায় মাদকের ভয়াবহতা কমে গেছে। মাত্র ১৭ মাস কর্মসময়ে ইউএনও উপজেলার স্কুল কলেজে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছেন। এই মানুষটা যদি এখন চলে যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত হবো। আমরা চাই আরও কিছু দিন তিনি আমাদের মাঝে থাকুক।

বীর মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া বলেন, তাকে কেন এত তাড়াতাড়ি বদলি করলো বুঝি না। আজ তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করছে বলেই বদলি করা হচ্ছে। এটা অন্যায়। আমরা প্রয়োজনে বিভাগীয় কমিশনারের কাছে যাবো। আমরা এই বদলির আদেশ প্রত্যাহার চাই।

সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা উসমান গনি বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন ইউএনও সোহেল রানা সেভাবেই আমাদের উপজেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার এত সুন্দর কর্মপরিকল্পনা বাস্তবায়নের আগেই বদলির আদেশটা আমাদের মন ভেঙে দিয়েছে।

এদিকে স্মারকলিপি গ্রহণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, সোহেল রানা ইউএনও হিসেবে বেশ ভালো করেছে। তার অনেক সুনাম আছে। বদলি যেন প্রত্যাহার করা হয় সে জন্য ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি প্রদান করেছেন। আমরা বিষয়টি বিভাগীয় কমিশনার স্যারকে জানাবো। কারণ বদলি বিভাগীয় অফিস থেকে হয়।