০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় রান্নাঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় রাতে শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাফেরা বন্ধে ছদ্মবেশে ইউএনও’র অভিযান কুমিল্লায় খাবার হোটেলে মাদক বিক্রি; সেনা অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় কুমিল্লার রহমত আলী মৎস্য খাতে পেলেন জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি সহ হয়রানির অভিযোগ

  • তারিখ : ০৮:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • 6

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা প্রদান, শ্লীলতাহানীর চেষ্টা সহ প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস ও আব্দুস সাত্তার সহ স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তারা একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসী কাজী জাফর আহাম্মদ এর স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্র ও সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, প্রবাসী কাজী জাফর আহাম্মদ ২০১৯ সালে ক্রয়কৃত জায়গায় সীমানা প্রাচীর নির্মান করতে গেলে পাশ^বর্তী বাড়ীর আব্দুর রহিম গং তাদেরকে নির্মাণ কাজে বাধা প্রদান করে। পরে স্থানীয় ইউপি সদস্য কাজী সাইফুল ইসলাম ও গণ্যমান্য লোকজনের সহযোগিতায় একাধিকবার শালিস বৈঠকে বসে বিষয়টি সমাধান করা হয়। শালিসদারগণ আব্দুর রহিম গংদের যাতায়াতের সুবিধার্থে কাজী জাফর আহাম্মদকে ৩ ফুট জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে বললে তিনি সেই মোতাবেকই কাজ করেন। কিন্তু এরপর আব্দুর রহিম গং মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অপপ্রচার করে প্রবাসীর পরিবারকে হয়রানী করে আসছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী আব্দুর রহিম গংদের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে ভুক্তভোগি প্রবাসী জাফরের স্ত্রী মাফিয়া বেগম বলেন, ‘আমাদের নিজ জায়গায় সীমানা প্রাচীর নির্মান করতে গেলে আব্দুর রহিম গং বাধা প্রদান করে। পরে গ্রামবাসীর সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা ৩ ফুট জায়গা ছেড়ে দিয়ে দেয়াল নির্মাণ করি। এরপর থেকে আব্দুর রহিম গং আমাদেরকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছে। এছাড়া থানায় অভিযোগ দিয়ে এবং নানা অপপ্রচার করে আমাদেরকে হয়রানী করছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

অভিযুক্ত আব্দুর রহিম জানান, ‘দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের সাথে অমানবিকতা করা হয়েছে। এখন আল্লাহ ছাড়া কারো কাছে বিচার চাওয়ার নেই।’

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কাজী সাইফুল ইসলাম বলেন, ‘জাফর সামাজিক সিদ্ধান্ত মেনে ৩ ফুট জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। আব্দুর রহিম গং সামাজিক সর্দারদের নামে নানা অপপ্রচার ও কয়েকজনের নামে থানায় অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে জাফর সঠিক আছে বলে জানিয়েছে।

চৌদ্দগ্রাম থানার এসআই জিয়া উদ্দিন জানান, ‘৯৯৯ এ কল পেয়ে সোনাপুর গিয়ে প্রথমে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং উভয়পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়। পরে উভয়পক্ষের কাগজপত্র যাচাই বাছাই ও স্থানীয় গণ্যমান্য লোকজনের সাথে কথা বলে বুঝলাম প্রবাসী জাফর তার নিজ জায়গাতেই দেয়াল নির্মাণ করছে। রহিমের অভিযোগ সত্য নয়।’

চৌদ্দগ্রামে প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি সহ হয়রানির অভিযোগ

তারিখ : ০৮:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা প্রদান, শ্লীলতাহানীর চেষ্টা সহ প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস ও আব্দুস সাত্তার সহ স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তারা একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসী কাজী জাফর আহাম্মদ এর স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্র ও সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, প্রবাসী কাজী জাফর আহাম্মদ ২০১৯ সালে ক্রয়কৃত জায়গায় সীমানা প্রাচীর নির্মান করতে গেলে পাশ^বর্তী বাড়ীর আব্দুর রহিম গং তাদেরকে নির্মাণ কাজে বাধা প্রদান করে। পরে স্থানীয় ইউপি সদস্য কাজী সাইফুল ইসলাম ও গণ্যমান্য লোকজনের সহযোগিতায় একাধিকবার শালিস বৈঠকে বসে বিষয়টি সমাধান করা হয়। শালিসদারগণ আব্দুর রহিম গংদের যাতায়াতের সুবিধার্থে কাজী জাফর আহাম্মদকে ৩ ফুট জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করতে বললে তিনি সেই মোতাবেকই কাজ করেন। কিন্তু এরপর আব্দুর রহিম গং মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অপপ্রচার করে প্রবাসীর পরিবারকে হয়রানী করে আসছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী আব্দুর রহিম গংদের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে ভুক্তভোগি প্রবাসী জাফরের স্ত্রী মাফিয়া বেগম বলেন, ‘আমাদের নিজ জায়গায় সীমানা প্রাচীর নির্মান করতে গেলে আব্দুর রহিম গং বাধা প্রদান করে। পরে গ্রামবাসীর সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা ৩ ফুট জায়গা ছেড়ে দিয়ে দেয়াল নির্মাণ করি। এরপর থেকে আব্দুর রহিম গং আমাদেরকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছে। এছাড়া থানায় অভিযোগ দিয়ে এবং নানা অপপ্রচার করে আমাদেরকে হয়রানী করছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

অভিযুক্ত আব্দুর রহিম জানান, ‘দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের সাথে অমানবিকতা করা হয়েছে। এখন আল্লাহ ছাড়া কারো কাছে বিচার চাওয়ার নেই।’

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কাজী সাইফুল ইসলাম বলেন, ‘জাফর সামাজিক সিদ্ধান্ত মেনে ৩ ফুট জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। আব্দুর রহিম গং সামাজিক সর্দারদের নামে নানা অপপ্রচার ও কয়েকজনের নামে থানায় অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে জাফর সঠিক আছে বলে জানিয়েছে।

চৌদ্দগ্রাম থানার এসআই জিয়া উদ্দিন জানান, ‘৯৯৯ এ কল পেয়ে সোনাপুর গিয়ে প্রথমে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং উভয়পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়। পরে উভয়পক্ষের কাগজপত্র যাচাই বাছাই ও স্থানীয় গণ্যমান্য লোকজনের সাথে কথা বলে বুঝলাম প্রবাসী জাফর তার নিজ জায়গাতেই দেয়াল নির্মাণ করছে। রহিমের অভিযোগ সত্য নয়।’