প্রচন্ড গরমে কুমিল্লায় এক শিশুর মৃত্যু

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে হিটস্ট্রোকে যোবাইদা হুরাইন খাদিজা (৬ মাস) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে বুড়িচং উপজেলা সদর এলাকার আরাগ আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ব্রাহ্মণপাগা উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের আবু হানিফের মেয়ে।

নিহতের পিতা আবু হানিফ সাংবাদিকদের জানান, শিশু খাদিজাকে নিয়ে তার মা জয়তী গত মঙ্গলবার তার নানার বাড়ি বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামে বেড়াতে যান। মঙ্গলবার রাতে সবাই প্রতিদিনের নিয়মে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বিদ্যুৎ চলে যায়। সকালে শিশু খাদিজার মায়ের ঘুম ভাঙলে সে খাদিজার অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি দেখতে পায়।

এসময় স্বজনরা তাকে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় চিকিৎসক নিহতের পিতাকে জানান অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে শিশুটি মারা গেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page