মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
মুক্তিযুদ্ধের চেতনায় এদেশকে এগিয়ে নিতে হবে,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদককে না বলতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। সেজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রুপান্তর করতে হলে এদেশ থেকে মাদক নির্মূল করতে হবে। জঙ্গীবাদ উগ্রবাদ এদেশে ঠাই হবে না।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে জেলা পুলিশের আয়োজনে মাদক ও উগ্রবাদকে না বলি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখি শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এই কথাগুলো বলেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা কায়েম করতে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক জঙ্গীবাদ উগ্রবাদকে না বলতে হবে। এদেশে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মাদকবিরোধী মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া থানার এসআই আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল আমিরুল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরন, কলেজের আজীবন দাতা সদস্য আবু তৈয়ব অপি ও আবু ছাইব বাপ্পী, শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, প্রভাষক জামাল হোসেন, প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরো দেখুন:You cannot copy content of this page