১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন

এশিয়ান সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ পরিচালনা করতে মালেশিয়া গেলেন এস ইসলাম শুভ

  • তারিখ : ০৯:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • 4

নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২১ ও ২৩ জুলাই মালেশিয়ার মেলাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) এর সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ পরিচালনা করতে বাংলাদেশ ত্যাগ করেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও কুমিল্লা ড্রাগন কারাত এসোসিয়েশন কোচ এস ইসলাম শুভ ।

মঙ্গলবার (১৮ জুলাই) তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে বাংলাদেশ থেকে সেখানে পৌছান।

এস ইসলাম শুভর সফরসঙ্গী হিসেবে আছেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি আওলাদ হোসেন ও এশিয়ান কারাতে ফেডারেশন এর রেফারি কাউসার আহমেদ।

দুই দিন ব্যাপী সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ প্রতিযোগীতায় এশিয়া মহাদেশের ৪৯টি দেশের ৩৬টি দেশের খেলোয়ারা অংশ নিবেন।

প্রসঙ্গত, এস ইসলাম শুভ এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারির পাশাপাশি ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের থেকে পাস করা বাংলাদেশের দুইজন কোচের মধ্যে একজন। ইতিপূর্বে তিনি কারাতে রেফারি সেমিনারা অংশগ্রহণ ও প্রতিযোগিতা পরিচালনায় ভারত, শ্রীলংকা, নেপাল সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর, মালোশিয়া, থাইল্যান্ড ও উজবেকিস্থান ও ইউরোপের ফিনল্যান্ড সফর করেন।

এশিয়ান সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ পরিচালনা করতে মালেশিয়া গেলেন এস ইসলাম শুভ

তারিখ : ০৯:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২১ ও ২৩ জুলাই মালেশিয়ার মেলাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) এর সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ পরিচালনা করতে বাংলাদেশ ত্যাগ করেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও কুমিল্লা ড্রাগন কারাত এসোসিয়েশন কোচ এস ইসলাম শুভ ।

মঙ্গলবার (১৮ জুলাই) তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে বাংলাদেশ থেকে সেখানে পৌছান।

এস ইসলাম শুভর সফরসঙ্গী হিসেবে আছেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি আওলাদ হোসেন ও এশিয়ান কারাতে ফেডারেশন এর রেফারি কাউসার আহমেদ।

দুই দিন ব্যাপী সিনিয়র কারাতে চ্যাম্পিয়ণশীপ প্রতিযোগীতায় এশিয়া মহাদেশের ৪৯টি দেশের ৩৬টি দেশের খেলোয়ারা অংশ নিবেন।

প্রসঙ্গত, এস ইসলাম শুভ এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারির পাশাপাশি ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের থেকে পাস করা বাংলাদেশের দুইজন কোচের মধ্যে একজন। ইতিপূর্বে তিনি কারাতে রেফারি সেমিনারা অংশগ্রহণ ও প্রতিযোগিতা পরিচালনায় ভারত, শ্রীলংকা, নেপাল সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর, মালোশিয়া, থাইল্যান্ড ও উজবেকিস্থান ও ইউরোপের ফিনল্যান্ড সফর করেন।