কুমিল্লায় কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছিল নকল ট্যাং; অভিযানে পালালেন মালিক

বুড়িচং প্রতিনিধি।।
রোজার মাসে রোজাদারদের অন্যতম একটি পানীয় হলো শরবত, যা বিভিন্ন রকমের ট্যাং দিয়ে তৈরি করা হয়। রমজানে জামাল ফুড প্রোডাক্টস নামে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক।

অস্বাস্থ্যকর উপায়ে কাপড়ের রং আর চিনি মিশিয়ে নকল ট্যাং তৈরি করা হচ্ছিল ওই প্রতিষ্ঠানে। কয়েক বছর ধরে এই ট্যাং তৈরি করছিল প্রতিষ্ঠানটি।

বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দেবপুর বাজার (শরীয়তপুর পূর্বপাড়া) জসিম মেম্বারের ভাড়া বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লার বুড়িচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক, সাথে ছিলেন দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্য।

সরেজমিনে গিয়ে জানা যায়, জামাল ফুড প্রোডাক্টস ফ্যাক্টরির মালিক জামাল হোসেন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে কয়েকজন কর্মচারীকে দেখা যায় পানীয় শরবত ট্যাং প্রস্তুত করছেন অস্বাস্থ্যকর পরিবেশে। ফ্যাক্টরি অনুমোদন ছাড়াই বিএসটিআই লগো ব্যবহার করে তিনটি প্রোডাক্টস তৈরি করে বাজারজাত করতেন। যার মধ্যে শিশু খাদ্যও ছিল বলেও জানা যায়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক জানায়, অভিযোগের ভিত্তিতে জামাল ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ফ্যাক্টরির মালিক জামাল হোসেনকে পাওয়া যায়নি। ট্যাং প্রস্তুতকরণের সকল উপকরণ ও প্যাকেজ জব্দ করা হয়। যাচাই- বাছাই করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page