ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ পরিবহন চালককে জরিমানা

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার সদর এলাকার কুমিল্লা মিরপুর সড়কে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নয়জন পরিবহন চালককে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। থানা পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা এ সময় সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, রোববার সকালে ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগে নয়টি পরিবহনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page