০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় সেই আরশাদুলের শিক্ষার অধিকার নিশ্চিতে এগিয়ে এলেন ব্রাহ্মণপাড়া’র ইউএনও চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন কুমিল্লায় রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন; প্রেমের বিয়ের দুই বছর পর যৌতুকের বলি তানজিনা চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ

চৌদ্দগ্রাম ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ২৭ বছর পূর্তি, ৪৯ রোগীর ছানি অপারেশন

  • তারিখ : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 207

মনোয়ার হোসেন।।
ভার্ড কামাল চক্ষু হাসপাতালের চক্ষু সেবায় ২৭ বছর ( ১৯৯৮-২০২৪) পূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের পন্নারায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগ ৪৯ দরিদ্র অসচ্ছল ছানি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার (৯ এপ্রিল) ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর উদ্যোগে ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ৩০ জন এবং হাসপাতালের Paid রোগী‌ Phaco, Sics, Grafting, DCR ১৯ জন সহ মোট ৪৯ জন অস্বচ্ছল দ‌রিদ্র রোগীর চো‌খের ছা‌নি অপা‌রেশন করা হ‌য়ে‌ছে।

হাসপাতালের সি‌নিয়র চক্ষু বি‌শেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ দ্বারা উন্নত প্রযু‌ক্তি‌তে লেন্স সং‌যোজ‌নের মাধ‌্যমে সফলভা‌বে রোগীদের অপা‌রেশ‌ন সম্পন্ন হয়।

তিনি জানান, অপারেশন হওয়ার পর সকল রোগী স্বাভা‌বিক দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়েছেন। রোগী, রোগীর অভিভাবক সহ সক‌লেই স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন ও ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ভার্ড ও ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) ১৯৯৮ সালে সেবার ব্রত নিয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই অদ্যাবধি এই ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিভিন্নভাবে অসচ্ছল রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ।

error: Content is protected !!

চৌদ্দগ্রাম ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ২৭ বছর পূর্তি, ৪৯ রোগীর ছানি অপারেশন

তারিখ : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

মনোয়ার হোসেন।।
ভার্ড কামাল চক্ষু হাসপাতালের চক্ষু সেবায় ২৭ বছর ( ১৯৯৮-২০২৪) পূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের পন্নারায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগ ৪৯ দরিদ্র অসচ্ছল ছানি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার (৯ এপ্রিল) ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর উদ্যোগে ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ৩০ জন এবং হাসপাতালের Paid রোগী‌ Phaco, Sics, Grafting, DCR ১৯ জন সহ মোট ৪৯ জন অস্বচ্ছল দ‌রিদ্র রোগীর চো‌খের ছা‌নি অপা‌রেশন করা হ‌য়ে‌ছে।

হাসপাতালের সি‌নিয়র চক্ষু বি‌শেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ দ্বারা উন্নত প্রযু‌ক্তি‌তে লেন্স সং‌যোজ‌নের মাধ‌্যমে সফলভা‌বে রোগীদের অপা‌রেশ‌ন সম্পন্ন হয়।

তিনি জানান, অপারেশন হওয়ার পর সকল রোগী স্বাভা‌বিক দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়েছেন। রোগী, রোগীর অভিভাবক সহ সক‌লেই স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন ও ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ভার্ড ও ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) ১৯৯৮ সালে সেবার ব্রত নিয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই অদ্যাবধি এই ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিভিন্নভাবে অসচ্ছল রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ।