ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে অভিযান, জরিমানা

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় যানজট সৃষ্টির অপরাধে ইট বোঝাই একটি ট্রাক্টর চালককে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

রোববার ( ৪ মে ) সকালে উপজেলার সদর বাজার সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, যানজট নিরসনে ব্রাহ্মণপাড়া সদর বাজার সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। জনগণের চলাচলের রাস্তা দখল করে ও যানজট সৃষ্টি করে ইটের ট্রাক্টর আনলোড করার অপরাধে স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী এক ট্রাক্টর চালককে অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page