০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লায় জুলাই সমাবেশে ত্যাগীদের মূল্যায়ন না করায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • তারিখ : ০৩:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • 93

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন জুলাই মাসের সমাবেশ থেকে কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসানকে হঠাৎ বাদ দেওয়ার সিদ্ধান্তে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ ) বিকেলে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, নাজমুল হাসান ছিলেন কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাহসী যোদ্ধা এবং আন্দোলনের অন্যতম স্তম্ভ। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি শুধু কুমিল্লা নয়, জাতীয় পর্যায়েও অসাধারণ ভূমিকা পালন করেছেন। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আন্দোলনের পরিকল্পনা, সংগঠন গঠন এবং মাঠপর্যায়ের কর্মসূচি বাস্তবায়নে তার নেতৃত্ব ছিল অবিসংবাদিত।

নেতারা অভিযোগ করেন, এমন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে পূর্ব আলোচনা ছাড়াই সমাবেশ থেকে বাদ দেওয়া হয়েছে, যা একটি অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। তারা এ সিদ্ধান্তকে আন্দোলনের চেতনাবিরোধী ও সংগঠনের একতার জন্য হুমকি হিসেবে দেখছেন।

বিক্ষোভকারীরা জোর দাবি জানান, এই অবিচারমূলক সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে নাজমুল হাসানসহ জুলাই অভ্যুত্থান অংশীদারদের যথাযথ সম্মান ও দায়িত্বে পুনর্বহাল করতে হবে। তা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে এখনো দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

error: Content is protected !!

কুমিল্লায় জুলাই সমাবেশে ত্যাগীদের মূল্যায়ন না করায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ

তারিখ : ০৩:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন জুলাই মাসের সমাবেশ থেকে কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসানকে হঠাৎ বাদ দেওয়ার সিদ্ধান্তে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ ) বিকেলে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, নাজমুল হাসান ছিলেন কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাহসী যোদ্ধা এবং আন্দোলনের অন্যতম স্তম্ভ। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি শুধু কুমিল্লা নয়, জাতীয় পর্যায়েও অসাধারণ ভূমিকা পালন করেছেন। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আন্দোলনের পরিকল্পনা, সংগঠন গঠন এবং মাঠপর্যায়ের কর্মসূচি বাস্তবায়নে তার নেতৃত্ব ছিল অবিসংবাদিত।

নেতারা অভিযোগ করেন, এমন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে পূর্ব আলোচনা ছাড়াই সমাবেশ থেকে বাদ দেওয়া হয়েছে, যা একটি অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। তারা এ সিদ্ধান্তকে আন্দোলনের চেতনাবিরোধী ও সংগঠনের একতার জন্য হুমকি হিসেবে দেখছেন।

বিক্ষোভকারীরা জোর দাবি জানান, এই অবিচারমূলক সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে নাজমুল হাসানসহ জুলাই অভ্যুত্থান অংশীদারদের যথাযথ সম্মান ও দায়িত্বে পুনর্বহাল করতে হবে। তা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে এখনো দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।