০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য

কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে তুলে দিল এলাকাবাসী

  • তারিখ : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 16

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদকে আটক করে মারধর করেছেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর মারধরের পর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের কাছে ঘটনার শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রও রয়েছে। দুপুর দুইটার দিকে তাকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েক দফা হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রছাত্রীসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনার কয়েকটি মামলায় একাধিক আসামিকে গ্রেফতার করেছে।

error: Content is protected !!

কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে তুলে দিল এলাকাবাসী

তারিখ : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদকে আটক করে মারধর করেছেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর মারধরের পর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের কাছে ঘটনার শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রও রয়েছে। দুপুর দুইটার দিকে তাকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, গত সপ্তাহে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েক দফা হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রছাত্রীসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনার কয়েকটি মামলায় একাধিক আসামিকে গ্রেফতার করেছে।