০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট শেখ হাসিনার ফাঁসির মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা বিল্লাল গ্রেপ্তার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় জামায়াত কর্মীর গাড়িতে আগুন কুমিল্লায় বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে : খন্দকার মোশাররফ শেখ হাসিনার ফাঁসির রায়ে “হাসনাত আবদুল্লার” এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই -ড.খন্দকার মোশাররফ হোসেন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ১১:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 104

জহিরুল হক বাবু।।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালনা করা হয় কুমিল্লা সদর উপজেলার কোতয়ালী মডেল থানার উত্তর বাগবেড় এলাকায়। অভিযানে মোঃ কালা মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কালা মিয়া কুমিল্লা কোতয়ালী থানার দক্ষিণ শরিফপুর গ্রামের মৃত শমু মিয়ার ছেলে। র‍্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

একই দিন বিকেলে দ্বিতীয় অভিযান চালানো হয় কুমিল্লার অশোকতলা এলাকায়। সেখানে ১৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, “মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান নিয়মিতভাবে চলবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় র‍্যাব-১১ এর অভিযানে ৩৪৯ জন মাদক ব্যবসায়ী, ১৫১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ৬৩ জন ধর্ষণ মামলার আসামি, ১৫৫ জন হত্যা মামলার আসামি, ৬৬ জন ছিনতাইকারী ও ডাকাত, ৩৮ জন জেল পালানো আসামি এবং ১৫ জন প্রতারক গ্রেফতার হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৯২টি আগ্নেয়াস্ত্র ও ১,২৯৩ রাউন্ড গুলি।

র‍্যাব-১১ বলেছে, ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ১১:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালনা করা হয় কুমিল্লা সদর উপজেলার কোতয়ালী মডেল থানার উত্তর বাগবেড় এলাকায়। অভিযানে মোঃ কালা মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কালা মিয়া কুমিল্লা কোতয়ালী থানার দক্ষিণ শরিফপুর গ্রামের মৃত শমু মিয়ার ছেলে। র‍্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

একই দিন বিকেলে দ্বিতীয় অভিযান চালানো হয় কুমিল্লার অশোকতলা এলাকায়। সেখানে ১৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, “মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান নিয়মিতভাবে চলবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় র‍্যাব-১১ এর অভিযানে ৩৪৯ জন মাদক ব্যবসায়ী, ১৫১ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ৬৩ জন ধর্ষণ মামলার আসামি, ১৫৫ জন হত্যা মামলার আসামি, ৬৬ জন ছিনতাইকারী ও ডাকাত, ৩৮ জন জেল পালানো আসামি এবং ১৫ জন প্রতারক গ্রেফতার হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৯২টি আগ্নেয়াস্ত্র ও ১,২৯৩ রাউন্ড গুলি।

র‍্যাব-১১ বলেছে, ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।