০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমির মাটি কাটার অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি; আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচি উদ্বোধন ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ২ নারী আটক কুমিল্লায় আবারও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: মোবাইল কোর্টে দোকানিকে জরিমানা কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ তাজুল ইসলামের ইন্তেকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থী বহিষ্কার বুড়িচংয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

কুমিল্লার ধর্মপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ ১ জন গ্রেপ্তার

  • তারিখ : ০২:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 140

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও গোলাবারুদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টায় আলেখারচর আর্মি ক্যাম্পের আওতাধীন একটি বিশেষ দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধর্মপুর গ্রামের পলাশ (৩০), পিতা আবিদ আলী, কে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয় ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগানের কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল।

এ ঘটনায় তার ভাই মো. শাহজাহান (৪৫), পিতা আবিদ আলী, একই গ্রামের বাসিন্দা, পালিয়ে যেতে সক্ষম হয়। গোয়েন্দা সূত্র মতে, উদ্ধারকৃত গোলাবারুদ পলাতক শাহজাহানের মালিকানাধীন। তার কাছে এখনো একটি পিস্তল ও একটি শর্টগান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহজাহান সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

error: Content is protected !!

কুমিল্লার ধর্মপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও গুলিসহ ১ জন গ্রেপ্তার

তারিখ : ০২:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও গোলাবারুদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টায় আলেখারচর আর্মি ক্যাম্পের আওতাধীন একটি বিশেষ দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধর্মপুর গ্রামের পলাশ (৩০), পিতা আবিদ আলী, কে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ থেকে উদ্ধার করা হয় ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগানের কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল।

এ ঘটনায় তার ভাই মো. শাহজাহান (৪৫), পিতা আবিদ আলী, একই গ্রামের বাসিন্দা, পালিয়ে যেতে সক্ষম হয়। গোয়েন্দা সূত্র মতে, উদ্ধারকৃত গোলাবারুদ পলাতক শাহজাহানের মালিকানাধীন। তার কাছে এখনো একটি পিস্তল ও একটি শর্টগান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহজাহান সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।