স্টাফ রিপোর্টার।।
সংবাদ পরিবেশনে মানবিক দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি দায়িত্বশীলতা জাগিয়ে তুলে উল্লেখ করে হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেছেন, বস্তুনিষ্ঠ ও মানবিক সংবাদিকতা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এধরণের সাংবাদিকতার প্রয়োজনীয়তা কখনোই শেষ হয়ে যায় না। এটি সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সাহায্য করে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। এরকম সাংবাদিকতা পাঠকের হৃদয়ে তথা সমাজে অনন্তকাল বেঁচে থাকে। অনলাই প্ল্যাটফর্মে কুমিল্লা থেকে প্রকাশিত ‘প্রতিসময়’ নিউজ পোর্টাল প্রতিষ্ঠার পাঁচ বছরে বস্তুনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের জায়গাটি ধরে রাখতে পেরেছে। সততা ও আদর্শের পথ ধরে সংবাদ পরিবেশনের এই সাফল্য ‘প্রতিসময়’কে আরও পাঠকপ্রিয়তা করে তুলবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল প্রতিসময়ের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদন সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রতিসময় সম্পাদক নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিসময়ের প্রধান সম্পাদক সাদিক হোসেন মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউট, কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলুদ সাংবাদিকতা প্রতিরোধের কোনো বিকল্প নেই। অনলাইন নিউজ পোর্টাল প্রতিসময় নি:সন্দেহে তথ্য সন্ত্রাস ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর। প্রযুক্তি আজ হাতের মুঠোয়। অনলাইন মিডিয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই আগ্রহকে গুরুত্ব দিয়ে নিউজ পোর্টাল প্রতিসময় তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে পাঠকের বিশ্বাসের মাঝে আলো জ্বালাতে সক্ষম হচ্ছে।
অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখায় প্রতিসময়’র পক্ষ থেকে ৫জনকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- জনকল্যাণ ও শিক্ষা বিস্তারে মরণোত্তর সম্মাননা মরহুম আলহাজ জুনাব আলী, রোটারি ইন্টারন্যাশনালের ‘সার্ভিস এভাব সেল্ফ অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করায় রোটারিয়ান অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, স্কাউটিং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লায় প্রথম অনলাইন প্লাটফর্মে সাংবাদিকতায় চ্যালেঞ্জিং ভূমিকা রাখায় সিটিভি নিউজ২৪ সম্পাদক ওমর ফারুকী তাপস, অপরাধ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে সাহসী ভূমিকা রাখায় যুগান্তর কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকাসক্তদের পুনর্বাসনে ভূমিকা রাখায় দর্পন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র। অনুষ্ঠানে মাঠ পর্যায়ে রিপোটিংয়ে প্রশংসনীয় ভূমিকার জন্য প্রতিসময় প্রতিনিধিদের শুভেচ্ছাস্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, সমাজ হিতৈষী ও দানবীর মরহুম আলহাজ জুনাব আলীর জ্যেষ্ঠ সন্তান জাহিদ হোসেন, দর্পনের গোলাম মহিউদ্দিন জীবন, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক ভোরের সুর্যোদয় সম্পাদক এম ফিরোজ মিয়া, দৈনিক আজকের কুমিল্লা’র সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক কালবেলা প্রতিনিধি ও কুমিল্লা মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, আজকের পত্রিকা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, এটিএন নিউজ প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন, ডেইলি প্রেজেন্ট টাইমস বিশেষ প্রতিনিধি মাসুদ মজুমদার, দৈনিক রূপসী বাংলা’র বিশেষ প্রতিনিধি আবদুল আলী খান, কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, নিউজ২৪ টিভির প্রতিনিধি মুহাম্মদ মহিউদ্দিন, দৈনিক আমাদের কুমিল্লা’র স্টাফ রিপোর্টার জহিরুল হক বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লার সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার প্রমুখ। পরে কেক কেটে প্রতিসময়ের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page