১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

মালদ্বীপে অভিযান চালিয়ে অবৈধভাবে কর্মরত ৯ বিদেশি আটক

  • তারিখ : ০১:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 251

মোহাম্মদ মাহমুদুল।।
মালদ্বীপের রাজধানী মালে-তে ২০ জুলাই ২০২৫, শনিবার, দেশটির ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫৭ জন অভিবাসীর বৈধ কাগজপত্র যাচাই করা হয়। দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই শেষে দেখা যায়, তাদের মধ্যে ৯ জন অভিবাসী মালদ্বীপে অবৈধভাবে কর্মরত রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন মহিলা। এদের সকলেই বৈধ কর্মসংস্থান ভিসা বা আবাসন অনুমোদন ছাড়াই কর্মরত ছিলেন। ইমিগ্রেশন আইন ভঙ্গ করায় তাদের আটক করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, অভিবাসন আইন অনুসারে, অবৈধভাবে অবস্থান ও কর্মরত থাকার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা মালদ্বীপে অবস্থান করছেন, তাদের বৈধ কাগজপত্র রাখার আহ্বান জানানো হয়েছে।

সরকারি সূত্র মতে, দেশটিতে বৈধ ও নিয়ন্ত্রিত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে নিয়মিতভাবে রাজধানী ও অন্যান্য দ্বীপে অভিবাসনবিষয়ক অভিযান চালানো হচ্ছে। জননিরাপত্তা এবং শ্রমবাজারের ভারসাম্য রক্ষার্থে এসব অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ৯ জন অভিবাসীর পরিচয় যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে তাদের দেশে ফেরত পাঠানো বা আইনি ব্যবস্থার আওতায় আনার বিষয়টি নির্ধারিত হবে।

error: Content is protected !!

মালদ্বীপে অভিযান চালিয়ে অবৈধভাবে কর্মরত ৯ বিদেশি আটক

তারিখ : ০১:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মোহাম্মদ মাহমুদুল।।
মালদ্বীপের রাজধানী মালে-তে ২০ জুলাই ২০২৫, শনিবার, দেশটির ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৫৭ জন অভিবাসীর বৈধ কাগজপত্র যাচাই করা হয়। দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই শেষে দেখা যায়, তাদের মধ্যে ৯ জন অভিবাসী মালদ্বীপে অবৈধভাবে কর্মরত রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন মহিলা। এদের সকলেই বৈধ কর্মসংস্থান ভিসা বা আবাসন অনুমোদন ছাড়াই কর্মরত ছিলেন। ইমিগ্রেশন আইন ভঙ্গ করায় তাদের আটক করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, অভিবাসন আইন অনুসারে, অবৈধভাবে অবস্থান ও কর্মরত থাকার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা মালদ্বীপে অবস্থান করছেন, তাদের বৈধ কাগজপত্র রাখার আহ্বান জানানো হয়েছে।

সরকারি সূত্র মতে, দেশটিতে বৈধ ও নিয়ন্ত্রিত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে নিয়মিতভাবে রাজধানী ও অন্যান্য দ্বীপে অভিবাসনবিষয়ক অভিযান চালানো হচ্ছে। জননিরাপত্তা এবং শ্রমবাজারের ভারসাম্য রক্ষার্থে এসব অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ৯ জন অভিবাসীর পরিচয় যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে তাদের দেশে ফেরত পাঠানো বা আইনি ব্যবস্থার আওতায় আনার বিষয়টি নির্ধারিত হবে।