০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন

  • তারিখ : ০৭:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 63

জহিরুল হক বাবু।।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সুন্ধরা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হলে দেশের জনগণ তা প্রতিহত করবে।”

আয়োজনে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। মানববন্ধন পরিচালনা করেন তরুণ সংগঠক মো. তারেকুল ইসলাম পিয়াস।

এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবক শেখ ইমাদ উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম, ছাত্রনেতা আরিফ আহম্মেদ মাহাদী ও রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন এএসপি’র সাবেক সেক্রেটারি জিসান আহমেদ ফয়সাল এবং পূর্ণমতি স্টুডেন্টস ফোরামের সভাপতি সিয়ানুল ইসলাম।

মানববন্ধনের সার্বিক সমন্বয়ে ছিলেন বুড়িচং ইসলামিয়া লাইব্রেরির পরিচালক নিশাত সারোয়ার।

বক্তারা আরও বলেন, “যে সকল দেশে—যেমন ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইরান ও ভারত—মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে, সেসব জায়গায় জাতিসংঘের কার্যকর ভূমিকা নেই। অথচ বাংলাদেশের মতো স্থিতিশীল দেশে কমিশন স্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপের পাঁয়তারা করা হচ্ছে।”

মানববন্ধন শেষে সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দেশের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

error: Content is protected !!

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন

তারিখ : ০৭:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সুন্ধরা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হলে দেশের জনগণ তা প্রতিহত করবে।”

আয়োজনে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। মানববন্ধন পরিচালনা করেন তরুণ সংগঠক মো. তারেকুল ইসলাম পিয়াস।

এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবক শেখ ইমাদ উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম, ছাত্রনেতা আরিফ আহম্মেদ মাহাদী ও রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন এএসপি’র সাবেক সেক্রেটারি জিসান আহমেদ ফয়সাল এবং পূর্ণমতি স্টুডেন্টস ফোরামের সভাপতি সিয়ানুল ইসলাম।

মানববন্ধনের সার্বিক সমন্বয়ে ছিলেন বুড়িচং ইসলামিয়া লাইব্রেরির পরিচালক নিশাত সারোয়ার।

বক্তারা আরও বলেন, “যে সকল দেশে—যেমন ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইরান ও ভারত—মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে, সেসব জায়গায় জাতিসংঘের কার্যকর ভূমিকা নেই। অথচ বাংলাদেশের মতো স্থিতিশীল দেশে কমিশন স্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপের পাঁয়তারা করা হচ্ছে।”

মানববন্ধন শেষে সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দেশের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”