০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন

  • তারিখ : ০৭:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 80

জহিরুল হক বাবু।।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সুন্ধরা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হলে দেশের জনগণ তা প্রতিহত করবে।”

আয়োজনে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। মানববন্ধন পরিচালনা করেন তরুণ সংগঠক মো. তারেকুল ইসলাম পিয়াস।

এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবক শেখ ইমাদ উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম, ছাত্রনেতা আরিফ আহম্মেদ মাহাদী ও রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন এএসপি’র সাবেক সেক্রেটারি জিসান আহমেদ ফয়সাল এবং পূর্ণমতি স্টুডেন্টস ফোরামের সভাপতি সিয়ানুল ইসলাম।

মানববন্ধনের সার্বিক সমন্বয়ে ছিলেন বুড়িচং ইসলামিয়া লাইব্রেরির পরিচালক নিশাত সারোয়ার।

বক্তারা আরও বলেন, “যে সকল দেশে—যেমন ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইরান ও ভারত—মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে, সেসব জায়গায় জাতিসংঘের কার্যকর ভূমিকা নেই। অথচ বাংলাদেশের মতো স্থিতিশীল দেশে কমিশন স্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপের পাঁয়তারা করা হচ্ছে।”

মানববন্ধন শেষে সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দেশের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

error: Content is protected !!

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে বুড়িচংয়ে মানববন্ধন

তারিখ : ০৭:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সুন্ধরা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বিদেশি প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হলে দেশের জনগণ তা প্রতিহত করবে।”

আয়োজনে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। মানববন্ধন পরিচালনা করেন তরুণ সংগঠক মো. তারেকুল ইসলাম পিয়াস।

এতে আরও বক্তব্য রাখেন সমাজসেবক শেখ ইমাদ উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম, ছাত্রনেতা আরিফ আহম্মেদ মাহাদী ও রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন এএসপি’র সাবেক সেক্রেটারি জিসান আহমেদ ফয়সাল এবং পূর্ণমতি স্টুডেন্টস ফোরামের সভাপতি সিয়ানুল ইসলাম।

মানববন্ধনের সার্বিক সমন্বয়ে ছিলেন বুড়িচং ইসলামিয়া লাইব্রেরির পরিচালক নিশাত সারোয়ার।

বক্তারা আরও বলেন, “যে সকল দেশে—যেমন ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইরান ও ভারত—মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে, সেসব জায়গায় জাতিসংঘের কার্যকর ভূমিকা নেই। অথচ বাংলাদেশের মতো স্থিতিশীল দেশে কমিশন স্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপের পাঁয়তারা করা হচ্ছে।”

মানববন্ধন শেষে সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দেশের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”