১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

বুড়িচংকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, ইউএনও নিয়োগ পেলেন প্রশাসক

  • তারিখ : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 106

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২-এর ৯(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নতুন ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

একইসঙ্গে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণ বিষয়েও আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ার্ড বিভাজন ও প্রশাসনিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, “মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আইন ও নির্দেশনা অনুযায়ী অতি দ্রুত কাজ শুরু করা হবে।”

error: Content is protected !!

বুড়িচংকে পৌরসভা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, ইউএনও নিয়োগ পেলেন প্রশাসক

তারিখ : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২-এর ৯(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নতুন ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

একইসঙ্গে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণ বিষয়েও আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ার্ড বিভাজন ও প্রশাসনিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, “মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আইন ও নির্দেশনা অনুযায়ী অতি দ্রুত কাজ শুরু করা হবে।”