স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে চাঁদাবাজি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে নৌপুলিশের একটি বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার পাড়ারবন্দ ব্রিজের দক্ষিণ পাশে নৌযান থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিলেন স্থানীয় আরিফুল ইসলাম। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে নৌপুলিশ। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম পাড়ারবন্দ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
অভিযান চলাকালে আরিফুলের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি ধারালো রামদা এবং চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। তবে চক্রের সঙ্গে জড়িত আরও সাত-আটজন পুলিশি অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মেঘনা নৌ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “নদীপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। যেই নৌপথে চাঁদাবাজি করবে তাকে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় নৌযান মালিক ও যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাঠালিয়া নদীপথে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের নৌকা ও মালবাহী ইঞ্জিনচালিত নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌপুলিশ।