০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায় হয়রানি কমাতে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করা হবে -ইউএনও তানভীর হোসেন কুমিল্লায় গাউসিয়া কমিটির উদ্যোগে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে এমপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের মতবিনিময় দাউদকান্দিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা ও যানবাহন জব্দ কুবির দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জিল্লুর, সাধারণ সম্পাদক মামুন মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী মারুফা নিখোঁজ, পরিবারে উদ্বেগ

বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায়

  • তারিখ : ১০:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 114

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন।

অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে এক হাজার টাকা এবং একটি সিএনজি চালিত অটোরিকশাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভেজাল বিরোধী অভিযানে স্থানীয় দুটি মিষ্টির দোকানে অনিয়ম ধরা পড়ে। নান্টু ঘোষের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা এবং মুসলিম মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করে।

এ প্রসঙ্গে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন বলেন, “বাজারে জনগণের ভোগান্তি কমাতে এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে ফুটপাত দখল করলে কিংবা ভেজাল খাদ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় ক্রেতা ও পথচারীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের ফলে বাজারে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরছে। তবে অভিযান কেবল সাময়িক নয়, ধারাবাহিকভাবে চালিয়ে গেলে তারা আরও স্বস্তি পাবেন।

error: Content is protected !!

বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায়

তারিখ : ১০:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন।

অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে এক হাজার টাকা এবং একটি সিএনজি চালিত অটোরিকশাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভেজাল বিরোধী অভিযানে স্থানীয় দুটি মিষ্টির দোকানে অনিয়ম ধরা পড়ে। নান্টু ঘোষের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা এবং মুসলিম মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করে।

এ প্রসঙ্গে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন বলেন, “বাজারে জনগণের ভোগান্তি কমাতে এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে ফুটপাত দখল করলে কিংবা ভেজাল খাদ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় ক্রেতা ও পথচারীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযানের ফলে বাজারে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরছে। তবে অভিযান কেবল সাময়িক নয়, ধারাবাহিকভাবে চালিয়ে গেলে তারা আরও স্বস্তি পাবেন।