
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউটের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. সুজন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাউফুল আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সদস্য মো. এনামুল হক শান্ত, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আনোয়ার হোসেন, ভরাসা ইঞ্জিনিয়ার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এনামুল হক সোহেল এবং হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা মো. জাকারিয়া খান সৌরভ।
অনুষ্ঠানে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।