০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় অভিযানে দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে জরিমানা কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মাল জব্দ কুমিল্লায় সেনাবাহিনী দেখে ইয়াবা ও টাকা ফেলে পালালেন মাদক কারবারি নিউইয়র্কে এনসিপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হোমনায় এনসিপির বিক্ষোভ মিছিল কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক কুমিল্লায় ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি, কুমিল্লায় স্মারকলিপি প্রদান কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্রুত কুকসু নির্বাচন চায় শিক্ষার্থীরা ২৪ কোটি টাকার কেনাকাটায় চার কোটি গায়েব! কুমিল্লায় ড্যাবে ভূমিকম্প

ব্রাহ্মণপাড়ায় অভিযানে দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে জরিমানা

  • তারিখ : ১০:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 49

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেলস্টেশন, স্টেশনসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্রাক্টর চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। মাদক শুধু একজনকে নয়, তার পরিবার, শিক্ষা ও কর্মজীবনসহ পুরো সমাজকে বিপথে নিয়ে যায়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় অভিযানে দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে জরিমানা

তারিখ : ১০:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেলস্টেশন, স্টেশনসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্রাক্টর চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। মাদক শুধু একজনকে নয়, তার পরিবার, শিক্ষা ও কর্মজীবনসহ পুরো সমাজকে বিপথে নিয়ে যায়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।