
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে দুই রাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোনসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাজারের মায়ের দোয়া ইলেকট্রিক এন্ড সোলার, আল করিম স্টোর ও করিম টেলিকমে টিনের বেড়া কেটে চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে দোকানের তালা খুলে চুরির আলামত দেখতে পান মালিকরা। এর আগের রাতে একই কায়দায় আলম মিয়ার রড, সিমেন্ট ও কীটনাশকের দোকানেও চুরি হয়।
মায়ের দোয়া ইলেকট্রিক এন্ড সোলার এর মালিক মো. শামীম বলেন, “সকালে দোকান খুলে দেখি আমার দোকান ও পাশের দোকানের মাঝের টিন কাটা। চোরেরা চারটি মোবাইল, রিচার্জ কার্ড, এমবি কার্ড, সিম, ইলেকট্রিক তারের কয়েল ও নগদ টাকা সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”
করিম টেলিকমের মালিক জামাল উদ্দিন জানান, “আমার দোকান থেকেও মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এভাবে চুরি হতে থাকলে আমাদের পুঁজি টিকবে না।”
আল করিম স্টোরের মালিক ও বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল করিম বলেন, “আমরা পাহারাদারদের জন্য টাকা দিচ্ছি, তবু চুরি বন্ধ হচ্ছে না। দুর্বল ও বয়স্ক পাহারাদার দিয়ে বাজার চলছে। বর্তমানে বাজারের কোনো কমিটিও নেই।”
বাজারের হোমিওপ্যাথিক ডাক্তার নাজমুস সাকিব তন্ময় জানান, “কিছুদিন আগে আমার দোকান ও পাশের স্বর্ণের দোকানেও চুরি হয়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসন শক্ত পদক্ষেপ না নিলে চুরি ঠেকানো সম্ভব হবে না।”
এলাকাবাসী বলছেন, সাম্প্রতিক সময়ে মাদকাসক্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। গত কয়েক মাসে বাজার ও আশেপাশের বাসাবাড়িতে একের পর এক চুরি হলেও কোনো চোর ধরা পড়েনি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”