নিউজ ডেস্ক।।
কুমিল্লায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. কামরুল হাসান নামের এক ব্যক্তি। সোমবার (২৪ মে) সকালে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি আত্মহত্যা করেন।
নিহত কামরুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকার মৃত আলী আজ্জমের ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জনান, কামরুল ইসলামের ঋণের বোঝা বেড়ে যাচ্ছিল। এ থেকে মুক্তি পেতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান গাউছেপাক ট্রেডার্স অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কামরুল।
পাশের ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।