শিক্ষার্থীদের দাবিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমালো কুবি

কুবি প্রতিনিধি।।
স্নাতকোত্তরের ভর্তি ফি কমাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অবশেষে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শিক্ষার্থীদের করোনাকালীন পরিবহন এবং আবাসন ফি মওকুফ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

জানা যায়, বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য বিভাগের জন্য ৯০০ টাকা কমিয়ে ৭৯০০ থেকে ৭০০০ করা হয়। কলা ও মানবিক অনুষদের জন্য ৬৫০ টাকা কমিয়ে ৫৯০০ থেকে ৫২৫০ টাকা করা হয় এবং শুধুমাত্র লোকপ্রশাসন ও অর্থনীতি বিভাগের ইন্টার্নশিপ শিক্ষার্থীদের জন্য ৮৫০ টাকা কমিয়ে ৭৩০০ থেকে ৬৪৫০ টাকা করা হয়।

এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরের ফি কমানো হয়েছে। এটা শুধুমাত্র এ অর্থবছরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।’

উল্লেখ্য, গত ১৪ জুন স্নাতকোত্তরের ভর্তি ফি এবং করোনাকালীন আবাসিক হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা মওকুফের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিভাগ গুলো কোনো চিঠি বা নোটিশ না পাওয়ায় তা এতদিন বাস্তবায়ন করা হয়নি৷

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page