স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য, কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
মোঃ আনোয়ার হোসেন বুধবার (৫ অক্টোবর) বেলা ২ টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শোকবার্তায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ছাত্রজীবন থেকে জাতির জনকের আদর্শের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। বহু সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।