মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান বলেন, শিক্ষাই পারে একটি জাতিকে সভ্যতার শীর্ষে পৌঁছাতে। যে জাতি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের সকলের উচিত সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা।
শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, একজন ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে ভালো শিক্ষকের প্রয়োজনীতা বেশি। তাই শিক্ষকদের উচিত নিজেদের সর্বদা ভালো কাজের সাথে জড়িয়ে রাখা।
শিক্ষার্থীদের উদ্দেশ্য সংসদ সদস্য বলেন, তোমরাই এ জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের কর্নধার। তাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পিতা/মাতা, শিক্ষকসহ গুণিজনদের সর্বদা সম্মান করবে। সৎ পথে চলবে অসৎ সঙ্গ ত্যাগ করবে। মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকবে।
মহিষমারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট একলাছ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহি কর্মকর্তা হালিম খাতুন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমেদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দিন টুটুল এর উপস্থাপনায় এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page