১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন কুমিল্লায় ওয়ার্কশপ মালিকে কুপিয়ে হত্যা; বিশ্রাম কক্ষ থেকে মরদেহ উদ্ধার কুমিল্লায় যুবককে হত্যার পর ৪ টুকরো, খাল থেকে ২ হাত উদ্ধার কুমিল্লায় বিয়েবাড়ির জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে শিশুর মর্মান্তিক মৃত্যু শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত কুমিল্লার স্বপন কুমার

ওজনে বিক্রি হচ্ছে তরমুজ, দাউদকান্দিতে লাভবান ব্যবসায়ীরা- ঠকছে ক্রেতারা

  • তারিখ : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • 59

রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওজনে তরমুজ বিক্রি শুরু হয়েছে৷ এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছে সাধারন ক্রেতারা ৷ প্রচন্ড গরম এবং মৌসুম শেষ হওয়ায় এর দাম বেড়েছে অনেক ৷

তবে ওজন ব্যতীত তরমুজ বিক্রি করলে লোকসান গুনতে হবে বলে ব্যবসায়ীরা জানান৷ স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান,মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি প্রায় শেষের পথে৷ ফলে হঠাৎ করে এর চাহিদা বেড়ে গেছে৷

এদিকে প্রচন্ড গরম এবং রমজান মাস চলমান থাকায় মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে৷তবে বাজারে গিয়ে অনেক ক্রেতা হোচট খাচ্ছে তরমুজের দাম শুনে৷ ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা৷ বর্তমানে ওজনে তা ১৩০ থেকে ২০০ কেজি দরে তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷ এদিকে ওজনে তরমুজ বিক্রি করা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাক-বিতন্ডা লেগেই আছে প্রতিনিয়ত৷ এতে ক্রেতা-বিক্রেতারা উভয়ই বিপাকে পড়েছে৷

এ ব্যাপারে তরমুজ ক্রেতা সাইফুল ইসলাম টিটু জানান,রমজান মাস বলে প্রতিদিন ইফতারে জন্য তরমুজ কিনতে হয় ৷ তবে ওজনে এই প্রথম কিনলাম৷শাহজাহান মিয়া নামের এক ক্রেতা জানায়, ১৫/২০ দিন আগে ও যে সাইজের তরমুজ ১৫০থেকে ২৫০ কিনেছি,বর্তমানে ওজনে ৬০০ থেকে ৮০০ টাকায় কিনতে হয়েছে৷ এদিকে বিক্রেতা মুসু মিয়া জানান,ক্ষেতে যেহেতু তরমুজ নাই,আগের চেয়ে বেশী দামে কিনতে হচ্ছে৷ এতে ওজনে বিক্রি না করে আগের মত গোটা হিসেবে বিক্রি করলে আসল টাকা উঠবে না বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে ওজনে তরমুজ বিক্রি শুরু করায় তরমুজ প্রিয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে৷ তরমুজ ওজনে কিনতে হওয়ায় ভোক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন অচিরেই ওজনে তরমুজ বিক্রির দাবি জানান৷

ওজনে বিক্রি হচ্ছে তরমুজ, দাউদকান্দিতে লাভবান ব্যবসায়ীরা- ঠকছে ক্রেতারা

তারিখ : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওজনে তরমুজ বিক্রি শুরু হয়েছে৷ এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছে সাধারন ক্রেতারা ৷ প্রচন্ড গরম এবং মৌসুম শেষ হওয়ায় এর দাম বেড়েছে অনেক ৷

তবে ওজন ব্যতীত তরমুজ বিক্রি করলে লোকসান গুনতে হবে বলে ব্যবসায়ীরা জানান৷ স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান,মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি প্রায় শেষের পথে৷ ফলে হঠাৎ করে এর চাহিদা বেড়ে গেছে৷

এদিকে প্রচন্ড গরম এবং রমজান মাস চলমান থাকায় মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে৷তবে বাজারে গিয়ে অনেক ক্রেতা হোচট খাচ্ছে তরমুজের দাম শুনে৷ ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা৷ বর্তমানে ওজনে তা ১৩০ থেকে ২০০ কেজি দরে তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷ এদিকে ওজনে তরমুজ বিক্রি করা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাক-বিতন্ডা লেগেই আছে প্রতিনিয়ত৷ এতে ক্রেতা-বিক্রেতারা উভয়ই বিপাকে পড়েছে৷

এ ব্যাপারে তরমুজ ক্রেতা সাইফুল ইসলাম টিটু জানান,রমজান মাস বলে প্রতিদিন ইফতারে জন্য তরমুজ কিনতে হয় ৷ তবে ওজনে এই প্রথম কিনলাম৷শাহজাহান মিয়া নামের এক ক্রেতা জানায়, ১৫/২০ দিন আগে ও যে সাইজের তরমুজ ১৫০থেকে ২৫০ কিনেছি,বর্তমানে ওজনে ৬০০ থেকে ৮০০ টাকায় কিনতে হয়েছে৷ এদিকে বিক্রেতা মুসু মিয়া জানান,ক্ষেতে যেহেতু তরমুজ নাই,আগের চেয়ে বেশী দামে কিনতে হচ্ছে৷ এতে ওজনে বিক্রি না করে আগের মত গোটা হিসেবে বিক্রি করলে আসল টাকা উঠবে না বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে ওজনে তরমুজ বিক্রি শুরু করায় তরমুজ প্রিয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে৷ তরমুজ ওজনে কিনতে হওয়ায় ভোক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন অচিরেই ওজনে তরমুজ বিক্রির দাবি জানান৷