০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

  • তারিখ : ০৯:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 54

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মেধাবৃৃত্তি স্কলারশিপ ও অসচ্ছল স্টাইপেন্ড-২০২৫ বৃত্তি প্রদান করা হয়েছে। এতে অনুষদের পাঁচটি বিভাগের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ ৮ হাজার ৫শত টাকা প্রদান করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদের হল রুমে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমসহ অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারন্যান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “আজ যারা মেধাবৃত্তি পেয়েছো, তোমাদের চিন্তাভাবনা অবশ্যই ভিন্নধর্মী হবে। কেননা তোমরা অনেকের মধ্যে থেকে বাছাই করা হয়েছ। এভাবেই কিছু মানুষ এগিয়ে আসবে। আর তখন বাংলাদেশ কখনও পথ হারাবে না। আমি বিশ্বাস করি, তোমরা সত্য ও ন্যায়ের পথে চলবে এবং দেশ ও জাতি গঠনে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “তোমরা যারা আজকে মেধাবৃত্তি পেয়েছো, তোমাদের অভিনন্দন। একাডেমিক জ্ঞানের বাইরে কিছু মৌলিক বিষয় জানা গুরুত্বপূর্ণ। মানুষের পাঁচটি শত্রু রয়েছে, যা তাকে লক্ষ্য থেকে বিচ্যুত করে—কাম, ক্রোধ, লোভ, মোহ, এবং মানসিক দুর্বলতা। যদি আমরা কামনা-বাসনার ফাঁদ থেকে বের হতে পারি, তবে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “তোমাদের এই মেধাবৃত্তি পাওয়াটা নিঃসন্দেহে তোমাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগ করবে। তোমাদের দেখে অন্যরাও পড়াশোনায় মনোযোগী হবে। শিক্ষাগত উন্নতি শুধুমাত্র জ্ঞানের উন্নতি নয়, বরং নৈতিকতারও উন্নতি ঘটাবে। তোমরা যা শিখেছো, তা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বাস্তবায়ন করবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করবে। আমি তোমাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।”

error: Content is protected !!

কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

তারিখ : ০৯:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মেধাবৃৃত্তি স্কলারশিপ ও অসচ্ছল স্টাইপেন্ড-২০২৫ বৃত্তি প্রদান করা হয়েছে। এতে অনুষদের পাঁচটি বিভাগের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ ৮ হাজার ৫শত টাকা প্রদান করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিজ্ঞান অনুষদের হল রুমে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমসহ অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারন্যান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “আজ যারা মেধাবৃত্তি পেয়েছো, তোমাদের চিন্তাভাবনা অবশ্যই ভিন্নধর্মী হবে। কেননা তোমরা অনেকের মধ্যে থেকে বাছাই করা হয়েছ। এভাবেই কিছু মানুষ এগিয়ে আসবে। আর তখন বাংলাদেশ কখনও পথ হারাবে না। আমি বিশ্বাস করি, তোমরা সত্য ও ন্যায়ের পথে চলবে এবং দেশ ও জাতি গঠনে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “তোমরা যারা আজকে মেধাবৃত্তি পেয়েছো, তোমাদের অভিনন্দন। একাডেমিক জ্ঞানের বাইরে কিছু মৌলিক বিষয় জানা গুরুত্বপূর্ণ। মানুষের পাঁচটি শত্রু রয়েছে, যা তাকে লক্ষ্য থেকে বিচ্যুত করে—কাম, ক্রোধ, লোভ, মোহ, এবং মানসিক দুর্বলতা। যদি আমরা কামনা-বাসনার ফাঁদ থেকে বের হতে পারি, তবে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “তোমাদের এই মেধাবৃত্তি পাওয়াটা নিঃসন্দেহে তোমাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগ করবে। তোমাদের দেখে অন্যরাও পড়াশোনায় মনোযোগী হবে। শিক্ষাগত উন্নতি শুধুমাত্র জ্ঞানের উন্নতি নয়, বরং নৈতিকতারও উন্নতি ঘটাবে। তোমরা যা শিখেছো, তা ভবিষ্যতে কর্মক্ষেত্রে বাস্তবায়ন করবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করবে। আমি তোমাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।”