মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চৌদ্দগ্রাম ওয়ার্ডের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এ নির্বাচনে চৌদ্দগ্রাম ওয়ার্ডে সদস্য পদে সাবেক জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী পেয়েছেন অটোরিকশা প্রতীক৷ এছাড়া অপর প্রার্থীদের মধ্যে এমরানুল হক কামাল (বার্ড কামাল) টিউবওয়েল প্রতীক, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূঁইয়া নয়ন হাতি প্রতীক, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সদস্য মহিবুল আলম মজুমদার কানন বক প্রতীক, ঘোলপাশা ইউপির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সিলিং ফ্যান প্রতীক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ২০২২ কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মুফিজুর রহমান বাবলু ও সাংবাদিক দুলাল মিয়া মনোনয়নপত্র জমা দেন। পরে বাছাই পক্রিয়াতে সাংবাদিক দুলাল এর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হলে একক প্রার্থী হিসেবে মুজিবুর রহমান বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।