বি এম ফয়সাল,কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আরাফাত ও রিফা সানজিদাকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও হলে থাকার সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় সরাসরি জড়িত আরও ১৭ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় শৃঙ্খলা বোর্ড কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা নবীনদের আটকিয়ে রাখা, অশালীন প্রস্তাব দেওয়া, গান ও নাচে বাধ্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া, গালিগালাজসহ মানসিক ও শারীরিকভাবে হয়রানি করে। এ সময় মানসিক চাপে পড়ে এক নবীন শিক্ষার্থী ভর্তি বাতিল করতে বাধ্য হন।
এছাড়া ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, লোক প্রশাসন বিভাগের একাডেমিক কমিটি রেজিস্ট্রার বরাবর ক্লাস পরীক্ষা বন্ধ ও যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়। তিনি জানান আমরা ৫৭ জনকে সরাসরি ক্লাসে রেগিং করা অবস্থায় পায়। মেয়েটি চলে যায় এবং কোনো প্রকার অভিযোগ দেয়নি। স্বাক্ষাতকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কিছু জানেন না।
এ বিষয়ে জানতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামালকে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেন নি।