সোনিয়া আফরিন।।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় সংবাদ পান যে, সদর দক্ষিণ মডেল থানার একাধিক মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সবুজ সদর দক্ষিণ থানাধীন শ্রী বল্লভপুর সাকিনস্থ তাহার নিজ বসত ঘরে অবস্থান অবৈধ অস্ত্র সহ করিতেছে।
সাথে সাথে এ এস আই মাসুদ রানা অফিসার ইনচার্জ কে গোপন সংবাদ বিষয়ে জানান, অফিসার ইনচার্জ কুমিল্লা জেলার পুলিশ সুপারকে ঘটনাটি জানিয়ে পুলিশ সুপার কুমিল্লার দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাদী এস আই আহসান হাবীব, এএসআই মাসুদ রানা, এএসআই হারুনুর রশিদ,কনস্টেবল মুর্শিদ আলম,কনস্টেবল হানিফ মিয়া, কনস্টেবল ফয়সাল আকন্দ কে সঙ্গে নিয়ে অভিযান চালান।
সবুজের বসত বাড়ীতে যাইয়া আসামী মোঃ সবুজ (২৪), পিতা- মোঃ আবুল হোসেন মিয়া, মাতা- মোছাঃ পারভীন, সাং- শ্রী বল্লভপুর (পূর্ব পাড়া), পোঃ- আহাম্মদনগর, ২২নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করেন।
আসামীকে গ্রেফতারপূর্বক আসামী সবুজ এর দেহ তল্লাশী কালে আসামীর ডান কোমরে পরিহিত প্যান্টের সহিত গোজা অবস্থায় ১। একটি ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার, যাহা কাঠের বাট সহ লম্বা সাড়ে নয় ইঞ্চি উদ্ধার করেন।
পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে আসামীর দেখানো মতে একই শয়ন কক্ষের খাটের উপর বিছানো তোষকের নিচ হইতে ২। একটি স্টীলের সুইস গিয়ার, যাহা স্টীলের বাট সহ লম্বা ১০ (দশ) ইঞ্চি, স্টীলের বাটের এক পাশে কাঠ সংযুক্ত, ৩। একটি লোহার চাপাতি, যাহা লোহার বাট সহ লম্বা ১ ফুট ২.৫ ইঞ্চি, চাপাতিটির উপরাংশে তিনটি কাটা দাগ এবং কাটা দাগের পাশের দুইটি ছিদ্র রহিয়াছে, ৪। একটি স্টীলের তৈরী তলোয়ার সদৃশ সামুরাই (চাইনিজ নাম), যাহা লম্বা ২ ফুট ৩ ইঞ্চি, যাহার পিছনের অংশে সাড়ে পাঁচ ইঞ্চি লোহার চিকন রড উদ্ধার করেন।