কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জহিরুল হক বাবু।।
কুমিল্লা সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ মার্চ) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা নামক স্থান থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

দুপুরে বিজিবির কুমিল্লা ক্যাম্পের ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালুতুপা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার ৮৫৬ পিস ভারতীয় মেহেদী, ২২৫ প্যাকেট সিগারেট এবং ১ লাখ ২৩ হাজার ৬৭৯ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য- ৫০ লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত এসব পণ্য বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page