কুমিল্লায় অনুমোদনহীন কসমেটিক্স-শিশু খাদ্য বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে অনুমোদনহীন কসমেটিক্স, প্রসাধনীসামগ্রী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম শাহীন আক্তার শিফার এ আদালত পরিচালনা করেন। সহযোগিতায় ছিল কুমিল্লা বিএসটিআই।

বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ বলেন, নগরীর নজরুল এভিনিউ রানিরবাজার সড়কে হোমস্টপ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া আমদানি করা বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি ও বিতরণ করার দায়ে মালিককে ২৫ টাকা জরিমানা করা হয়েছে।

অপর দিকে নগরীর কান্দিরপাড়-লাকসাম রোড এলাকায় টপ টেন মার্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে পণ্যের গুণগতমান সনদ ও ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনীসামগ্রী বিক্রি-বিতরণ করার দায়ে মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদ, আরিফ উদ্দিন প্রিয়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page