স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের “ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে” নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও ফ্যাক্টরী তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর নের্তৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলা সদরের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের দোকানে অভিযান চালায়।
এসময় ফ্যাক্টরীর পাশে নর্দমা, তার পাশে গন শৌচাগার, উপরের ফ্যানে ময়লা জমা, ড্রামের ট্রে তে মাছি, কালি, মিষ্টিতে মাছিসহ নানা অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফ্যাক্টরী তালাবদ্ধ করে দেওয়া হয়।
অভিযানে সেনেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।