১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ

  • তারিখ : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • 133

জহিরুল হক বাবু।।
অতিরিক্ত বিদ্যুৎ বিল বৃদ্ধি, প্রিপেইড মিটার ব্যবহারের ভোগান্তি, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ বাতিলের পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল, কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দলের নেতা ও কর্মীরা সরকারের বিদ্যুৎ নীতির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান। তারা বলেন, প্রিপেইড মিটার ব্যবহারে সাধারণ ভোক্তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মিটার চার্জ দ্রুত শেষ হওয়া, সময়মতো রিচার্জ না করা গেলে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত অর্থ খরচ হতে থাকা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে দিচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক আহসান হাবীব, সদস্য সচিব কাউসার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনা, ভোক্তাদের ন্যায্য সুবিধা নিশ্চিত করা এবং প্রিপেইড মিটারের ব্যবহারজনিত সমস্যার সমাধান করা জরুরি।

উক্ত মানববন্ধনে নেতৃবৃন্দ সরকারের কাছে দাবি জানান, ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপ কমাতে অতিরিক্ত চার্জ ও মিটার ভাড়া বাতিল করতে হবে। এছাড়া, আগামী নির্বাচনে সকল প্রকার অনিয়ম এবং বাধা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সাধারণ জনগণের সচেতনতার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নের জন্য জনগণকে এই ধরনের কার্যক্রমে অংশ নিতে হবে।

error: Content is protected !!

কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ

তারিখ : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
অতিরিক্ত বিদ্যুৎ বিল বৃদ্ধি, প্রিপেইড মিটার ব্যবহারের ভোগান্তি, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ বাতিলের পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল, কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দলের নেতা ও কর্মীরা সরকারের বিদ্যুৎ নীতির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান। তারা বলেন, প্রিপেইড মিটার ব্যবহারে সাধারণ ভোক্তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মিটার চার্জ দ্রুত শেষ হওয়া, সময়মতো রিচার্জ না করা গেলে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত অর্থ খরচ হতে থাকা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে দিচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক আহসান হাবীব, সদস্য সচিব কাউসার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনা, ভোক্তাদের ন্যায্য সুবিধা নিশ্চিত করা এবং প্রিপেইড মিটারের ব্যবহারজনিত সমস্যার সমাধান করা জরুরি।

উক্ত মানববন্ধনে নেতৃবৃন্দ সরকারের কাছে দাবি জানান, ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপ কমাতে অতিরিক্ত চার্জ ও মিটার ভাড়া বাতিল করতে হবে। এছাড়া, আগামী নির্বাচনে সকল প্রকার অনিয়ম এবং বাধা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সাধারণ জনগণের সচেতনতার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নের জন্য জনগণকে এই ধরনের কার্যক্রমে অংশ নিতে হবে।