০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত

কুমিল্লায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ জন আহত

  • তারিখ : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • 4

নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে ছুরিকাঘাতে ছয় শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন মাঠে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, সোমবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা শুরুর প্রস্তুতি চলছিল। এ সময় দুই স্কুলের শিক্ষার্থীরা কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং সঠিক বিচারের আশ্বাস দেন।

বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ বলেন, ‘হামলার ঘটনার আমার স্কুলের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক রোকসানা মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না। আমার স্কুলের কেউ আহত হয়েছে বলে জানি না। দুজন শিক্ষকের নেতৃত্বে খেলায় অংশগ্রহণ করার জন্য শুধু খেলোয়াড়দের পাঠিয়েছি। আরও যেসব শিক্ষার্থী গেছে তাদের কোনও অনুমতি দিইনি। কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেবো। এ নিয়ে মিটিংয়ের পর বিস্তারিত বলতে পারবো।’

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধানসহ দায়িত্বশীলদের মঙ্গলবার ডাকা হয়েছে। জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন বলেন, ‘আমাদের হাসপাতালে কয়েকজন চিকিৎসা নিয়েছে। বেশি আহত ছিল তিন জন। একজনের শরীরে বড় আঘাতের চিহ্ন ছিল৷ তারা সবাই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।’

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালের (রবিবার) একটা ঘটনা নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়ায়। তবে কী ঘটনা হয়েছিল তা বলতে পারবো না। এ ঘটনায় বামিশা হাজী আকমত আলী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ছিল শুনেছি।’

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, ‘আমি সে সময় আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ছিলাম। ঘটনা শুনেছি। কাল সংশ্লিষ্টদের নিয়ে বসবো। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

কুমিল্লায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ জন আহত

তারিখ : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে ছুরিকাঘাতে ছয় শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন মাঠে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, সোমবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা শুরুর প্রস্তুতি চলছিল। এ সময় দুই স্কুলের শিক্ষার্থীরা কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং সঠিক বিচারের আশ্বাস দেন।

বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ বলেন, ‘হামলার ঘটনার আমার স্কুলের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক রোকসানা মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না। আমার স্কুলের কেউ আহত হয়েছে বলে জানি না। দুজন শিক্ষকের নেতৃত্বে খেলায় অংশগ্রহণ করার জন্য শুধু খেলোয়াড়দের পাঠিয়েছি। আরও যেসব শিক্ষার্থী গেছে তাদের কোনও অনুমতি দিইনি। কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেবো। এ নিয়ে মিটিংয়ের পর বিস্তারিত বলতে পারবো।’

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধানসহ দায়িত্বশীলদের মঙ্গলবার ডাকা হয়েছে। জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন বলেন, ‘আমাদের হাসপাতালে কয়েকজন চিকিৎসা নিয়েছে। বেশি আহত ছিল তিন জন। একজনের শরীরে বড় আঘাতের চিহ্ন ছিল৷ তারা সবাই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।’

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালের (রবিবার) একটা ঘটনা নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়ায়। তবে কী ঘটনা হয়েছিল তা বলতে পারবো না। এ ঘটনায় বামিশা হাজী আকমত আলী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ছিল শুনেছি।’

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, ‘আমি সে সময় আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ছিলাম। ঘটনা শুনেছি। কাল সংশ্লিষ্টদের নিয়ে বসবো। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।’