নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার সংলগ্ন ঘোষগাঁও চৌধুরী বাড়ির পাশের খাদের পানিতে ডুবে দুই জমজ ভাই’র মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত কবির হোসেন এর ছেলে হাসান (৭) ও হোসাইন (৭)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই জমজ ভাই হাসান ও হোসাইন স্থানীয় একটি মাদরাসায় পড়তো। মাদরাসা বন্ধ থাকায় বাড়িতে এসে খেলতে বের হয় তারা।
অনেক খোঁজাখুজির পর না পেয়ে দুপুর ১২ টায় দিকে বাড়ির পাশের খাদের পানি থেকে দুই জমজ ভাইকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।
একসাথে দুই জমজ ভাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুই ভাইয়ের নিহতের বিষয়টি শুনেছি। থানা পুলিশ ঘটনাস্থলে আছে। পরিবার সূত্রে মৃত্যুর কারণ জানতে পেরেছি। নিহতদের লাশ আইনি ব্যবস্থা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।